Thursday, 27 August 2015

দুঃসময়

পাহাড় প্রমান মালার নীচে, 
কাঁদছেন ঈশ্বর !!
জগৎ জোড়া অন্ধকারে হাসছেন ঘুসখোর।

ছবির গান্ধী  চুপিসাড়ে এ হাত থেকে ও হাত,
নাগরিক চাতুর্যে ঝলমল করে
 কালোরাত্রির ফাঁদ।
মনুষ্যত্ব, মূল্যবোধেরা জলের দরে বিকোয়,
বিদেশি কলার, সাদা সাদা হাত
 গঙ্গাজলে নিকোয়--
সাজানো গোছানো সুপারিপাটি
 আভিজাত্যের উঠোন ;
অন্তরালে শকুনির পাশা,
 তীক্ষ্ণ চতুষ্কোন !! 

লোভ লালসায় অগ্নিদগ্ধ ফুলে
বিষাদগুলি ধ্বংসের কথা কয় !!
সমস্ত রাত বারুদ,জীবানু বুকে
উইয়ে ফোঁপরানো তীব্র অবক্ষয়ে----
 ছবির গান্ধী কাঁদেন----!

          লাঠিটা অশ্রু জলে, 
          প্রতিবাদহীন --
         ভেসে গেছে আজ
         নির্বাক স্মৃতি তলে !! 


1 comment: