Thursday, 13 August 2015

আমরা,ওরা এবং আরো দু'জন

আরেকটা মহাভারত প্রয়োজন,
প্রস্তুত কর মহাযুদ্ধের আয়োজন।
বেদব্যাস ও কৃষ্ণ কোথায় আছেন ? 
একটা যুদ্ধ যথেস্ট,তাই ভাবছেন ? 

এক দ্রৌপদী আজ যে হয়েছে শত
হাজার,অজুত...অগুন্তি, সেই ক্ষত ! 
শত কৌরব, রক্তবীজের বংশ
যুগান্তরেও বাড়ছে,হবে না ধ্বংস।

ভরা রাজসভা মুহূর্ত মাঝে জঙ্গল ;
পথে পথে আজও দাপায় শ্বাপদ-দঙ্গল ! 
চুপ থেকে ছিল ধর্মের ন্যায় - দন্ড,
আজও অসহায় একা প্রতিবাদী কন্ঠ।

কুরুক্ষেত্র আজকে জগৎ জোড়া,
 নির্ভয়ে এসো; ওদিকে থাকুক ওরা,
কান পেতে শোন পদধ্বনির মিল,
 উঠেছে তপ্ত, ক্ষিপ্ত ঢেউ ফেনিল ! 

'নির্ভয়া'দের হিসেব কোথায় প্রাণের ? 
রক্ত ঝরানো ভাষাহীন সংগ্রামের ? 
লোভী পশুদের জান্তব উল্লাস ! 
নিস্পাপ ফুল হ'ল অকারণ লাশ ! 


উড়ছে হাওয়ায় আজও দ্রৌপদীর বস্ত্র ;
নিরুপায় তাই শব্দে শানিত অস্ত্র---
তুলে ধরেছি অসহ্যকর রাগে,
 শত কন্ঠ  একসাথে যেন  জাগে !! 

বেদব্যাস ও কৃষ্ণ কোথায় আছেন ?
একটা যুদ্ধ যথেস্ট, তাই ভাবছেন ?
ভ্রস্ট সমাজ বারবার ধোয়া প্রয়োজন,
প্রস্তুত কর মহাযুদ্ধের আয়োজন।









No comments:

Post a Comment