তুমি
আমায় বাসবে ভালো তখন
থাকবো আমি তোমার নীচে যখন!
তুমি
আমায় প্রেরণা দেবে তখন
থাকবো আমি তোমার পিছে যখন!
তুমি
আমায় ভরবে আদরে তখন
যখন তখন দাবাতে পারবে যখন!
দেখ যদি আমি আকাশ ছোঁয়া
তখন তুমি কালচে ধোঁয়া
নিশ্বাসে।
যখন আমি সবার কাজল
তখন তুমি ঝঞ্জা বাদল
বিশ্বাসে।
তাই আজ পালটে গেল ?
কিছু কি সত্যি ছিল ?
নির্ভেজাল !
ছাদটা একই আছে
মাঝে আজ দেয়াল আছে
সব আড়াল !
No comments:
Post a Comment